Bangladeshi Actor Alomgir Biography।। চিত্রনায়ক আলমগীর এর সংক্ষিপ্ত জীবনী ।। Sonkhipto JIboni
নায়ক আলমগীর একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, প্রযোজক ও উপস্থাপক। তিনি ১৯৮০ ও ৯০ এর দশকে বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়ক ছিলেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি চলচিত্র প্রযোজনাও করছেন। চিত্রনায়ক আলমগীরের ঢাকার চলচ্চিত্র পাড়ায় ১৯৭৩ সালে আমার জন্মভূমি ছবির মধ্য দিয়ে অভিষেক হলেও তিনি সফলতা পান ১৯৭৮ সালে নায়ক রাজ রাজ্জাক ও সোহেল রানার সাথে জিঞ্জীর চলচ্চিত্রে অভিনয় করে।
আলমগীর জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।বাবার নাম কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া। যিনি পেশায় ছিলেন একজন চলচিত্র নির্মাতা।
আরও বিস্তারিত জানতে ভিডিও দেখুন
বাক্তিগত জীবনে আলমগীর ১৯৭৩ সালে গীতিকার খোশনুর আলমগীর কে বিয়ে করেন তবে তাদের সংসার টিকেছিল মাত্র কয়েক বছর। পারিবারিক কোলাহলের জন্য ১৯৯৯ তাদের বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি কন্য সন্তান হয়। যিনি বর্তমানের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। খোশনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে তার বর্তমান স্ত্রী গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।
কোন মন্তব্য নেই