Imran Hosen Own Openion
Hi Friends It`s Me Imran Hosen.
প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ইন্টারনেট আর গণমাধ্যমের কল্যাণে এখন সবাই তাঁকে চেনেন।
প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার (ইংরেজী: Priya Prakash Varrier) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। ২৫ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে
পুরো ইন্টারনেট বিশ্ব মাত করে দিয়েছেন প্রিয়া প্রকাশ। মালায়লাম ছবি অরু আদার লাভ এর মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
“ভ্রু নাচন” আর “বন্দুক ছোঁড়া চুমু” দিয়েই ২০১৮ সালের ভালোবাসা দিবসটি একদম নিজের করে নিয়েছেন নতুন এই ইন্টারনেট সেনসেশন।
প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এর ডাক নাম রিয়া। তাঁর জন্ম কেরালার ত্রিচুরে। এখন তিনি বিমলা কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত।
প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার পেশা জীবনের শুরুটা মডেলিং দিয়ে। মডেলিং করেছেন এবং হেঁটেছেন র্যাম্প এও। তবে ২০১৮ সালে ওমর লুলু পরিচালিত
মালায়ালাম চলচিত্র ওরু আদার লাভ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
এটি তাঁর অভিনিত প্রথম চলচ্চিত্র। সিনেমার ২৯ সেকেন্ড এর একটি দৃশ্য ইন্টারনেট এ ছড়িয়ে পড়লে সেই ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল
হয়ে পড়ে এবং তিনি বিশ্ববাসির কাছে পরিচিত হয়ে যান অল্প সময়েই।
কোন মন্তব্য নেই