হযরত মুসা আঃ এর পাঁচ টি দোয়া - সেগুলো আল্লাহ কবুল করে সুসংবাদ দিয়েছিলেন
মুসা আঃ সালাম এর মোজেজাসমূহ তার আগের অন্যান্য নবী-রসূলগণের থেকে সংখ্যায় ছিল অনেক বেশি আর প্রকাশের দিক দিয়েও তা ছিল বেশী। তার সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাঈল। তিনি জীবনের প্রথম প্রহরে মিশর ছেড়ে যান । তারপর হযরত শোয়াবে আঃ এর মেয়েকে বিয়ে করেন এবং সেখানে ১০ বছর জীবন অতিবাহিত করেন।
এরপর তিনি যখন আবার মিশরের আসার জন্য রওনা হন, পথিমধ্যে সয়ং আল্লাহ তার সাথে সাক্ষাত করেন। এবং তাকে নবুয়তের দায়িত্ত দেন।
মহান আল্লাহ সবার দোয়া কবুল করেন। আর আল্লাহর নিকট থেকে নবুয়্যত পাবার পর হযরত মুসা আঃ আল্লাহ কাছে পর্যায়ক্রমে যে ৫ টি দোয়া করেছিলেন। এই নিয়ে বিস্তারিত জনাতে নিচের ভিডিও দেখতে পারেন।
ভিডিও
মহান আল্লাহ তাঁর সব দোয়া কবুল করেন । তার করা এই পাঁচটি দোয়া শেষ হওয়ার পর সেগুলো কবুল হওয়ার সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন, ‘হে মুসা, তুমি যা যা চেয়েছ, সবই তোমাকে প্রদান করা হলো। (সুরা : ত্বহা, আয়াত : ৩৬)
কোন মন্তব্য নেই